বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গনহত্যা এবং গুলিবর্ষণ মামলার আসামি সাবেক মন্ত্রী ইনু, পলক, মেনন এবং সাবেক আইজিপি মামুনের রিমান্ড শেষে জামিন নাকচ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে রিমান্ডের শুনানির জন্য তাদেরকে আদালতে হাজির করা হলে তাদের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু আবেদন নাকচ করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
একটি মামলায় ইনুকে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে, মেনন এবং পলককেও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে মোহাম্মদপুরে মুদি দোকানি হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয় সাবেক আইজিপি মামুনকে।